কেনো বলো এমন হয়?
সবুজ শ্যামল এই ধরণীতে!
তোমার রঙ্গে রাঙ্গালে আমায়
ছুঁড়ে দিলে ধরণীর মায়া ত্যাগে।
এই শহর কেনো এত অভিমানী?
ফুরায় নাকো তার মায়া!
আমি ছিলাম ধন্য পায়ে
ছিলনা না তো এত ছায়া।
উপরেতে নীল গগন
ধরণীর কি শোভা।
তবে কেনো আটকে থাকে?
তোমার উপর মায়া!