আমার এক বুক ভরা ভালোবাসা
তোমায় বুঝতে পারি নি,
আমার অযথায় ঝরে পড়া পানি
তোমায় দেখাতে পারি নি।
আমার শত মায়া,
এক মেঘলা আকাশের বাতাস হয়ে,
কেন তুমি যাচ্ছো চলে?
আমার বিষন্ন বিকালের অস্তিত্বের
প্রমাণ করতে হচ্ছে কেন তোমায়?
Album: Letters to Moni