আমি তোমাকে চাই না নিঃসঙ্গতা দূর করতে,
যখন কেউ নেই পাশে, তখনো তোমায় চাই না।
একলা আকাশ যেন আমায় শিখাক,
প্রকৃতির সৌন্দর্যে উপলব্ধি করতে।

একা থাকা শিখব, নিজেকে খুঁজে নেব,
তখন না হয় এসো আমার কাছে।

তারপরও দয়া করতে এসো না, আমি দয়া চাই না।



Album: Letters to Moni