মনি, আমায় নিয়ে যাও, নিয়ে রেখে তোমার পাশে,
থাকব আমি চুপটি করে, দেখব তোমায় নয়ন ভরে।
যাব না ছুটে কারো পানে,
তাই তো এসেছি আমি তোমার ধারে।
নিয়ে নেও, দিয়ে দেও, আমায় তোমার আচল ভরে,
থাকছি কী তবে তোমার কোলে?
আকাশ আমার মেঘলা হলো, ইচ্ছামতি নদীর ধারে,
তাই ভাবছি আমি আসছি চলে, মেঘে ঢাকা গহীর অরন্য ছেড়ে।
ভাবছি বসে আসলে চলে,
তুমি কী নিবে আমায় আপন করে?
বলছি আমি তোমায় ছুঁয়ে,
থাকব আমি তোমার হয়ে।
বলছি এটা, ভালোবাসেছি বলে, তবে কী বলতাম তরে,
আসব আমি সব ছেড়ে, শুধু তোমায় নিব বলে।