আমার হাজারটা বিষয় আছে বলার
  তোমার সম্পর্কে
যা সব আমি চাইতাম এই পৃথীবির মাঝে
  তাই শুধু ছিলে তুমি
আমি চাইতাম তোমাকে দেখতে ও বলতে
   তুমি কেমন আমার কাছে
এবং আমি যা চাইতাম তা ছিল শুধু দুই জন এর জন্য
   শুরু থেকে শেষ শুধু তুমি ছিলে



Album: Letters to Moni