মায়াবতী মুখটি তোমার,
ইকটু নাহি দেখি।
পাইছি বলে পাইলাম কবে,
ভাবছি তাহা নদীর তীরে বসে।

আহ্ আজ কি তুমি আসবে পাশে,
দেখব তোমায় নয়ন ভরে।
নয়ন আমার জুরাইলো কই,
পালাইলি কন্যা থুইয়া কই।



Album: Letters to Moni