তাদের কাছে কৃতজ্ঞ থাকব না, এই তো আমার পণ,
হিন্দি বা উর্দু আমি তো বুঝিনা কখন।
ভাষার তারিফ আমি করি না কভু,
ন্যায় আর অত্যাচারে দৃষ্টি রাখি শুধু।

অত্যাচারীর করুণা, ঘৃণ্য লাগে মনে,
বিশ্বাসেরও আশা নেই, এই ভুবনে।
আল্লাহ যা করেছেন, তাদের কারণে,
কৃতজ্ঞতা জানাবো না, সেই বান্দাদের সনে।

পৃথিবীর কাছে আমি চিরকৃতজ্ঞ রই,
এই মাটি, এই আলো, আমারে আশ্রয়।
অন্যায় আর অবিচারে মন কাঁদে যদি,
ন্যায়ের পথে চলব, এই তো আমার দাবি।