আমি তোমাকে দেখে মুগ্ধ, হে ইচ্ছাময় আত্মা,
তুমি আমায় এত কাছে টেনে এনেছ, যেন আমিই তুমি।
ওহ, জীবনে তুমি আমার আশা, মৃত্যুর পরেও তুমিই আমার ঠিকানা।
ভয় আর নিরাপত্তার বেষ্টনে, তুমি ছাড়া কেউ নেই আমার।