আমি এই জগতের নই,
কেন তোমরা ভাবো আমি তোমাদের মতো হব?
আমি কি মৃত্যুর থেকে ফিরে আসব?
হয়তো আমি মুসলিম, বা অন্য কিছু নই,
আমি কিছু নই, একজন মানব সত্ত্বা ছাড়া।
হয়তো আমি পশ্চিম বা পূর্ব থেকে আসি নাই,
আমি এসেছি আমার মায়ের পেট থেকে।
আমি দেবতা বা মূর্তির সন্তান নই,
আমি তোমাদের মতোও নই।