ভালোবাসায় পেলাম শুধু ছলনা,
তাই নিরবতা বুঝি, তবু বলি না মনের কথা।
মনে জাগে আরো ভালোবাসা,
ভুলে যাই সব ব্যথা,
তবুও বলি, আয় কাছে আয়,
থাকতে পারি না যে তকে ছাড়া।