যে ভাবে কাবাকে পদক্ষিণ করো,
সে ভাবেই নিজের অন্তরের দ্বারা পদক্ষিণ হইও।
আমার অন্তরই সত্যিকারের কাবা,
আর অন্যান্য গুলো শুধুই পাথর।
আল্লাহর পছন্দে কাবাকে পদক্ষিণ করি,
যার মাধ্যমে আমরা যেন অন্তরকে খুঁজে পাই।
আর তুমি যদি হাজার বার কাবাকে পদক্ষিণ করো,
এবং তোমার অন্তরকে না খুঁজো,
তুমি আল্লাহর নৈকট্য অর্জনের ব্যর্থ।
যদিও আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছো।
Album: why I am godless