সাবধান! সাবধান!! দুনিয়া বাসী,
ভাইরাস কেড়ে নিয়েছে সকলের হাঁসি।
কেউ নাম দিয়েছে চীনা ভাইরাস,
কেউ একে বলছে উহান ভাইরাস,
পুরাতন নামটি ছিল 'করোনা ভাইরাস,
একবিংশ শতাব্দীতে পরিচিত মার্স আর সার্স।
বিশ্ব স্বাস্থ সংস্থা আছে মহা চিন্তায়,
নতুন করে ভাইরাসের কি নাম দেয়া যায়।
ঠিক হল নতুন নাম কভিড-১৯
করোনা ভাইরাস ডিজিস, সন-১৯।
বিজ্ঞানীরা, ভাইরাস প্রতিরোধে মহা ব্যস্ত,
সাধারণ মানুষ তেমনি ভয়ে তটস্থ!
ভাইরাসের জীবাণু ভাসছে আকাশে-বাতাসে,
সংক্রামন হচ্ছে স্পর্শে আর শ্বাস-নিঃশ্বাসে,
মানুষ হতে মানুষে।
নেই থেমে শুধু চীন দেশে,
ভাইরাল আক্রান্ত হচ্ছে অনেক দেশ-বিদেশে।
সংক্রাম হচ্ছে প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ,
মরছে কত নিরিহ মানুষ।
তাদের সাথে মরছে কত চিকিৎসক,
আরো মরছে সেবিকা আর সেবক।
ভাইরাস সংক্রামন ঘটায় শ্বাসতন্ত্রে,
ভ্যাকসিন তৈরি হয়নি রোগ ঠেকাতে।
রোগের লক্ষণগুলো আমাদের অতি পরিচিত,
জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা-নিউমোনিয়ার মত।
প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা,
সেই সাথে ব্যক্তিগত পরিচ্ছন্নতা,
এছাড়া আর নাই কোন সুখের বার্তা।
কবিতা:১৫-০২-২০২০ইং