দাম বেড়েছে! দাম বেড়েছে!!
সব কিছুরই দাম বেড়েছে।
     নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র,
     কাগজ, কলম আর বই পত্র।
সব কিছুরই দাম বেড়েছে।
     মাছে ভাতে বাঙ্গালী
     পঁয়ত্রিশ টাকায় ডিমের হালী।
     পেঁয়াজ, রসুন চাল,
     আনাজ, তরকারি আর ডাল,
সব কিছুরই দাম বেড়েছে।
     সয়াবিন, সরিষা আর কেরোসিন তেল
     ইঞ্জিন চালানোর পেট্রল আর ডিজেল;
     যাতায়াতের যানবাহনের ভাড়া!
     শুধু পাট আর চামড়ার দাম ছাড়া,
সব কিছুরই দাম বেড়েছে।
     রূপ-সৌন্দর্যের প্রসাধনী
     এখন কিনে যারা ধনী।
     ভাত খাওয়া যায় না সুধা,
     ত্রিশ টাকা কেজি আটা-ময়দা
     চিনি, লবণ আরও আছে আদা।
সব কিছুরই দাম বেড়েছে।
----×------