প্রতিদিন কাক ডাকা ভোরে
বইয়ের বোঝা কাঁধে করে,
শিশুরা যাচ্ছে নিজ নিজ স্কুলে,
ঘুমানোর সুযোগ নাই সকালে।
চায় না শিশুরা ঘুম হতে জাগতে
মায়েরা ব্যস্ত তাদের ডাকতে।
খেতে চায় না শিশুরা, ঘুম নিয়ে চোখে
মায়েরা খাওয়াচ্ছে জোর করে, তুলে মুখে।
দ্রুত হাঁটছে মায়ের সাথে প্রিয় বাছা-ধন
দেরি হলে হারাবে ক্লাশের সামনের আসন!
ছুটির পর, শিশুরা দেয় ছুট খেলার ময়দানে
পেছন হতে মায়েরা ধরে, টেনে;
খেলার সময় নয়কো এখন,
শিক্ষক অপেক্ষায় বাড়িতে, করাতে অংকন।
দুপুরের খাওয়া হতে না শেষ,
স্কুলের দেয়া বাড়ির কাজ শেষ করার আদেশ ।
বিকেলে আছে, সন্তানের কোচিং ক্লাস
মা-জননীর নাই সময়, নিতে একটু নিঃশ্বাস।
সন্ধ্যার পর আসবেন ধর্মীয় শিক্ষক মহাশয়;
ধর্মীয় শিক্ষার গুরুত্ব কোন অংশেই কম নয়।
মা-জননী নন সন্তুষ্ট,
রাতের পড়া রইল অবশিষ্ট।
খেলা-দোলা আর বিনোদন
সে আর হবে কখন?
শিশুগুলো সব রোবটের মত
চাপ নেয় প্রতিদিন, পিতা-মাতা আর শিক্ষক দেয় যত।