আমাকে এমন একটি মন দাও,
যে মন, প্রেম ভালবাসায় পূর্ণ,
মায়া মমতায় পূর্ণ,
স্নেহ আদরে পূর্ণ।
আমাকে এমন একটি মন দাও,
যে মন, হাঁসি খুশি থাকে,
আনন্দে ভরে থাকে,
চঞ্চলতায় মেতে থাকে।
আমাকে এমন একটি মন দাও,
যে মন, ভালবাসা দিতে জানে
আনন্দ দিতে জানে
সবাইকে হাঁসাতে জানে।
আমাকে এমন একটি মন দাও,
যে মন, আঁধার কে আলো করে
দুঃখ কে সুখ করে,
কান্না কে হাঁসি করে।
আমাকে এমন একটি মন দাও,
যে মন, মিথ্যে বলতে পারে না
প্রতারণা করতে জানে না
কষ্ট দিতে পারে না।
আমাকে এমন একটি মন দাও,
যে মন, ছলনা জানে না
কাঁদাতে জানে না
রহস্য জানে না।
আমাকে এমন একটি মন দাও,
যে মন, অপর কে ঘৃণা করে না
যন্ত্রনা দেয় না
দুঃখ দেয় না।
আমি এমন একটি মান চাই।