তোমায় পাবো বলে লাখো সুখ ছেড়ে আজো আছি বসে
সেই কৃষ্ণ চূড়া বৃক্ষ তলে যুগ হতে যুগান্তরে
তোমার আশায় পথ চেয়ে
তোমার কী একবার আমারে পড়ে না মনে?
তোমায় পাবো বলে হাজার স্বপ্ন আশা আমার নয়ন কোণে
অহর্নিশি যায় শুধু সুখ মিলনের জাল বুনে কারিগর পাখির মতো কোরাস গায়
সুখ পাওয়ার আশে তোমার কী এমন হয়?
তোমায় পাবো বলে মনের দুয়ারে যখন জমে হাজারো আশার ভীড়
তখন আমি থাকতে পারিনা স্থির
অন্তর ভাঙে বেদনা ঢেউ নীর
তোমার মন কী কভু হয়না ব্যাকুল উতলা অধীর?
তোমায় পাবো বলে নদীর মতো কতো দেশ ঘুরে মোহনা না পেয়ে বার বার আসি ফিরে তোমার প্রেম মোহনায় নিরবে মিলনে একাকার হতে
তোমার হৃদয়ে কি কখনোএমন ভাবনা আসে?
তোমায় পাবো বলে পাহাড়সম আছি বসে নিরব আশা অধরে চেপে চেপে
উদাস পবন পারেনা ঠলাতে
আপন মনে ভাবি তোমায় নিশ্চিন্তে
একা একা নির্জন নিভৃতে
আমাকে নিয়ে তোমার হৃদয়ে কভু কী আশা জাগে না?
তোমায় পাবো বলে ওগো প্রাণ প্রেয়সী
আজো আছি পথ চেয়ে তোমায় ভালো বেসে বেসে
এ বুকে সব আশা স্বপ্ন সাধ চির সমাধি দিয়ে
তুমি কী সব আশার দিয়েছ সমাধি
আমায় করতে জীবন মরণের সাথী?তোমায় পাবো বলে কোন দিন প্রশ্ন করিনি তোমাকে
প্রেমের অধিকার নিয়ে
যদিও বলিনি তোমায় ভালোবাসি
তুমি কি আমায় ভালোবাসো ?
তারিখ:২২-০৮-১৯৯৯খ্রি.
চাড়িয়া,আটপাড়া, নেত্রকোনা