বিজয় এলো বিজয় এলো
বাংলার ঘরে ঘরে
এই বিজয় যতনে রেখো
জনম জনম ধরে।
এই বিজয় আসেনি ভেসে
বন্যার সস্তা জলে
এই বিজয় এসেছে রক্ত
গঙ্গা বহার ফলে।
পাখির গানে ফুলের ঘ্রাণে
নিত্য বিজয় হাসে
গগন চাঁদে তারায় তারায়
সেই বিজয় যে ভাসে।
এই বিজয় আজ নয়তো বিজয়
সূর্যোদয় ধারা
প্রতিদিন বয়ে আনে যে
নতুন জীবন ধারা।
বাঙালি আজ বিশ্বের বুকে
উঁচু মাথায় চলে
সেই মাথাটা উঁচু হলো
শহীদ ভাইদের বলে।
সালাম জানাই শ্রদ্ধা জানাই
বিজয়ের এ দিনে
আমরা কিন্তু চিরঋণী
তাদের ত্যাগ চরণে।


তারিখ:২৭-১২-২০২৪খ্রি.
বিয়ানীবাজার, সিলেট।