ধূসর গোধূলির মনখারাপটা
আর্দ্রতা হয়ে জমা হয় চোখের পাতায়
অঝোরে ঝরে পড়া বৃষ্টিটা
ধুয়ে দিয়ে যায় বিধ্বস্ত দেহখানি।
মেঘে ঢেকে গেছে দৃষ্টি সীমা আমার
সেটা বুঝতে চায়নি অভিশপ্ত শহর
আমি জ্বালিয়ে দিয়েছি নিজেকে সেই কবে
তবু বৃষ্টি ধুয়ে দিয়ে যায় দেহখানি।
তা ছুতে পারেনি জেদি মনটা
সেটা পুড়ছে অবিরত
আগুনের অনুচ্চ শিখায় আমি
তাপ পোহাই বৃষ্টি থেমে গেলে।