এ শহর আর আমার নয়
চার দেয়ালে আবদ্ধ-
এ আত্মা-
ধুকেধুকে মরে অভিনয়ে।

আজ মুদব এ চোখ
তুলবে দেহ
চড়ব কাঁধে স্বজনদের,
প্রাণপাখি এবার
পেল বুঝি ছাড়া
ফিরবনা আর কভু ফের।

খুঁজে না পেয়ে ভুলে যাবে সবাই
অসুস্থ এই আত্মা
এ শহরের, এ দেয়ালগুলোর
তাতেই সার্থকতা।