আমার থালায়-
আজ নষ্ট পূজার ফুল
দুর্গতি বাড়ছে কেবল।
চাইব কি?
মৃত্যু নাকি মুক্তি!
নিয়ন বাতিময় শহর
জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়।
নিকোটিনের ধোঁয়া বলে
আমায় ধোঁকাবাজ।
নষ্ট চোখ আমার
নষ্ট কলম কাগজ।
তাইতো শূন্য দৃষ্টিতে তাকিয়ে রই,
পথের পানে
বাড়িয়ে হাত-
একদিন তো এসেছিলে।
আমার শিমুল গাছটা
আর হবে না রক্তিম।
জানি তবু-
হাল ছাড়বার নই,
চাইবো তোমায়
মুক্তির সময়।