তুমি আমার আকাশের চাদ
তবু তোমায় আমি দেখতে পারি না
তুমি আমার অনন্ত সাগর
তবু তোমায় আমি ছুতে পারি না
তুমি আমার রাজপ্রাসাদ
আমি ফটকটাই পেরুতে পারি না
তুমি আমার রাতের স্বপ্ন টা
আমি কেন ঘুমুতেই পারি না?
তুমি আমার দাবার রাজা
আমি দাবা খেলতেই জানি না
তুমি আমার শুধু আমার
আমি অনুভবে তোমায় পাই না।
তুমি আমার দিনের আলো
আমি বন্দী এ কোন কুঠুরিতে জানি না
তুমি সুখের ফেরিওয়ালা
আমি তোমায় কিনতে পারি না।
তুমি আমার সব ভালবাসা
তুমি সেটা বুঝতে পারোনা
তুমি আমার সবচেয়ে বড় ভুল
আমি শুধরাতে পারি না।
যখন হারানোর সুর বাজবে
আমায় খুঁজবে চেনা পথগুলোয়
পাবে শুধু তোমার আমার স্মৃতি
আমায় কোনদিন আর তোমার পাবে না।