জানি সত্য এই তুমি
আর সত্য আমাদের রূপকথা
তবু আত্মবিশ্বাসের অভাবে
জীবন বিষিয়ে তুলছি।

কত জটিল সমীকরণ নিয়ে
ভাবিনি এক মুহুর্ত,
আজ তোমায় নিয়ে ভাবতে গিয়ে
সব হারাতে বসেছি।

আমার ছাদের দেয়াল জুড়ে
ফুটে লাল ফুল আর সাদা ফুল
জীবনে রং খুঁজতে গিয়ে
কেন হিমসিম খাচ্ছি!

ভাবি বুঝি এইটা আলো
সবই অদৃষ্টের খেলা
কার সাথে করব লড়াই?
নিজেকেই হারিয়ে ফেলেছি।

আজ খুঁজতে নেমেছি নিজেকে
ঘুরেফিরে আসি একই পথে,
চেনা লাগে এই পথটা
তোমায় নিয়ে কতো হেটেছি।

অবসাদের করি অবসান
আর কতো লড়াই করবো?
বাকি কটা দিন আর জীবনে?
তোমার ছায়াতলেই মরবো।