এ অঝোর বৃষ্টির মাঝে
কে দেখে আমার কান্না?
আমি ভিজে ভিজে আজ একাকার
কেউ এসে ললাটে ছুবেনা।
দেখবেনা কেউ গায়ের জ্বর
কিংবা মনের প্রচন্ড ঝড়
আমি দাঁড়ায়ে সাগর তীরে
ঢেউ এসে আর আমায় ভেজাবে না।
তুমি সেই সাগরের জল
দু'হাতে আমি পুরোতে পারিনা
তুমি সেই লেলিহান শিখা
যা আমাকে এসে পোড়াবে না।
তোমার মায়াবী সেই দু'চোখে
আমি আর কখনো ডুবে যাবোনা
যাবার বেলায় বাড়িওনা হাত
আমার নাগাল আর পাবে না।
এই যে জোনাকির আলো
আমায় কেন যেন এসে দেখা দেয় না
আমি অন্ধকারের অভিযাত্রী
আমায় আলোতে কখনো খুজোনা।