কপাল বন্ধ্যা হয়,
সারা জীবন আঁধার থাকে হয়না সূর্য্য উদয়।
ডালি কোদাল হাতে সকালে উঠে যায় কাজে,
কাজ পেলে কিছু কিনে ফিরি সন্ধ্যা রাতে।
হের ফের নাই কপালের।