নুন চুকা চুকি খেলা ভাই নুন চুকা চুকি খেলা,
যে যত টানতে পারিস টেনে নে অবেলা।
নদীর ধারে খেলতে এসেছি বালি দেখছি মেলা,
হাত চালা হাত চালা কখন চলে যাবে বেলা।