বাংলা মা তোর মুখের হাসি বইছে মনে প্রাণে,
ভোর সকালে থাকিস মা তুই পাখির মিষ্টি গানে।
শিশির ভেজা সবুজ ঘাসের অঙ্গে থাকিস মিশে,
তোর রূপেতে বিভোর হয়ে কবি না পায় দিশে।

থাকিস মা তুই বিকেল বেলার ব্যস্ত হাঁসের দলে,
হাসতে থাকিস আমার মা তুই পাহাড়,
ঝর্ণাজলে।
সবুজ শ্যামল রূপে মা তোর সোনার অঙ্গ মাটি,
তোরই বুকে চাষ করে আজ যাচ্ছে কিষাণ বাটি।

রঙিন ফুলে ঠোঁট রাঙিয়ে সবুজ শাড়ি পড়ে,
রূপের ঝলক দেখালে তুই মনটা কেমন করে!
ঝিরঝিরে এই নদীর তীরে বইয়ে দিলি বাতাস,
সোনা রোদে গা মেখে আজ,একি নীলের আকাশ!

বিল, ঝিলে এই নদীর জলে মাছের মতো হয়ে,
ফুরুৎ ফুরুৎ ডুব সাতারে ঠিকই চলিস বয়ে।
অবাক করা বাংলা মা তোর রূপের দেহ মেলে,
ধানের ক্ষেতে তোর সুবাসে ঢেউ দিয়েছিস খেলে।

বাংলা মা তোর রক্ত বইছে আমার শরীর মাঝে,
তাইতো তোরে সঙ্গে রাখি যতই থাকি কাজে।