এইতো বিকেলবেলা,
আকাশ মাঝে রোদের ঝিলিক
রঙধনুর ঐ খেলা।
পুরো আকাশ জুড়ে,
পাখপাখালি যায় উড়ে যায়
গান গেয়ে যায় সুরে।
শাপলা, পদ্ম ফোটে
বিল,ঝিল ওই নদীর জলে
কচুরীর ঐ ঠোঁটে।
এই বিকেলেই থাকে,
শৈশবের এ স্মৃতির প্রাচীর
পথের বাঁকে বাঁকে।
স্নেহের আশা দোলে,
আমার মাথা ঠাঁই নিতে চায়
এই বিকেলের কোলে।