জিবনের সাথে জিবন জরায় যেভাবে
দুটি হৃদয় কি মিলে সেই ভাবে!
যেভাবে দুটি দেহ জরায় একে অপরে,
দুটি মন কি এক হয় তেমন করে!
কিভাবে মিলতে পারে অচেনা দুটি মন
আপন কে দূরে ঠেলে দিয়ে,
             এসেছে কাছে পর।
কিভাবে ঘটে মিলন দুটি মেরুর একই প্রান্তর।
    সত্যিই কি নতুন মনের সাথে বাধা যায় ঘর!

কেনো পুরোনো কে কাছে পাওয়ার এত বাসনা
        নতুন কিছু তে নেই ভাল লাগা
   গত হয়ে যাওয়া ছবি গুলো রঙিন এতো,
        নতুন ছবি খুব মলিনের মত।
      এক বড় ভুল এ জনমে
       জরানো মায়ার বাধনে;
  তার চেয়ে শ্রেয় একাকী জিবন চলা
        যন্ত্রনা এ বুকে চেপে নিয়ে।
    থাকবে না হারাবার ভয়
      হবে না দোষী হবার যন্ত্রনা
   কথা দিয়ে কথা না রাখার বোঝা
            জিবন ভর বইতে হবে না।          

এমন সাদা কালো জিবন
     নয়ত সহজ বহন করা
কিন্তু এতে শান্তি আছে খুব
   নিত্য অভিযোগের নদে দিতে হবে না ডুব।
   তবু ভাসতে হবে একাকিত্বের সাগরে,
   দেখে সয়ে যেতে হবে নিরবে অন্যের সুখ।
জিবন করবে ধূসর দীর্ঘ শ্বাসের কালো ধূপ।
                                        

                                       ৯ জানুয়ারী, ২০২২
                                       সকাল ১০:৪৩ মি.