মায়া কাটাও, হে প্রেমিক
   মায়া রেখো না জীবনে,
কি পাবে এত মায়া বাড়িয়ে
    পাবে যন্ত্রনা ক্ষনে ক্ষনে
মায়া রেখো চোখে মুখে,
      কভু রেখো না অন্তরে।
ভালবাসা নেই এ ধরনী তে
কোথায় পাবে তুমি তারে খুঁজে।

এ পৃথিবীর তরে; কেহ কারো নহে
স্বার্থের বাইরে আর কিছু নাহি রহে,
      মায়ায় ফেলো না অন্তর কারো প্রতি
      যদি মন যাতনা নাহি সহে
মায়া রেখো না বন্ধু, কোরো না কারো প্রতি।

প্রেম; সে তো আরেক বিরল বস্তু,
    সবার জন্য এ নয়,
এ শুধু শুভাগা দের উপভোগ্য
অভাগা'রা শুধু সয়।
এ জিবন একাকিত্বে ঘেরা
     অগ্নি দগ্ধ যন্ত্রনার সেরা
চারিদিকের এ মাহফিল মেলা,
সবই দুনিয়ার মিছে খেলা,
      এ জিবন একাকিত্বের ,
বহিতে হবে তাহা একা একা।

কিছুই করার নেই মন যদি কাঁদে একা
চুপ চাপ বসে বসে শুধু দেখা,
যদি না হতে পারো বাকি দের মত
মনেতে দুঃখের ছবি হবে আঁকা
       মন এত কাঁদে নিরবে,
কি সে চায়, কি চায় না
কিছুই বুঝি না আমি
শান্তি আমি পাবো কবে!
এ দুনিয়া বড়ই নিঠুর,
ছোট ভুলেরও নেই কোনো ক্ষমা
যতই পূন্য করো পরে,
অপবাদের স্তুপ হতে থাকবে জমা।



                                    ১৬ সেপ্টেম্বর ২০১৮
                                    দুপুর ১:৩০, ঢাকা