যে তোমারে ডাকছে কাছে দু হাত ভরে
তার কাছেতেই যাও গো ফিরে,
     তার কাছেতেই ভেরাও জিবন
     শত শত লোকের ভীরে।
যার হাসি আনন্দ - তুমি;
তুমি যাহার দুঃখ ব্যাথা,
যে তোমারই কোলের কাছে
     চায় ঠেকাইতে নিজের মাথা,
তার তরে তেই দাও গো জিবন
তার জন্যেই মরন করিও বরন।
      জিবনের শত আয়জন মাঝে
      তারেই তুমি করিও স্মরন;

মানুষ বড় সুবিধাবাদী
যেথায় স্বার্থ সেথায় জাতি
      যাহার কাছে সুখের ভাগ
তাহার ঘরেই দিবা রাতি,
অথচ যে দিনের পরে
প্রদীপ জ্বালায় অপর লাগি
    তারে কেও দেখে না কভু
অপরে পরাইতে গাথে মালা যে রাত্রি জাগি।
তাহারে কেও রাখে না মনে
    যে ধরে তোমারে প্রানে প্রানে
রাখে তোমায় স্মৃতি তে সদা
    সুর দেয় তোমায় গানে গানে।

সবাই শুধু ছুটে চলে।
যে কভু দেখে না চেয়ে, যে রাখে অনাদরে
অবহেলায় মারে পিশে-
  তার পদের ঐ ধূলো পেতে
চরণ তলে যাচ্ছে মিশে।
    
         আজ তাই বন্ধু একটু থামো
         একটু ভাবো, একটু ফিরে তাকাও।
তাদের পানে চেয়ে দেখো, কত আশা নিয়ে
       আছে তারা দু হাত বারিয়ে;
শত শত দিন তোমার-ই অপেক্ষায়।
    ক্লান্ত তারা তোমারই লাগি,
       চোখের জল ঝরিয়ে।

যাও ফিরে যাও বন্ধু তাদের কাছে
     যারা ছিল আত্মা মাঝে,
তোমার নিকট সাথী, তোমার পরিবার পরিজন
ফিরে যেয়ে দেখো, তোমায় পাবার আশায়
    সাজিয়েছে তারা কত আয়জন।
ছেরে দাও মিছে বন্ধু,
    মেরে ফেল দুধের মাছিদের,
ফিরে যাও মা বাবার কাছে, অর্ধাঙ্গিনীর কাছে
    বুকে জড়িয়ে লও তাহাদের।
    
    
                                 ৪ ফেব্রূয়ারী ২০১৯
                                  স্বন্ধ্যা ৭ টা ৫০ মি
                                   ঢাকা।