তখন পকেটে টাকা ছিল না,
গায়ে দামি জামা ছিল না।
দেখতে হয়ত ছিলাম না সুদর্শন।
ঘুরতে যাবার জন্য
গাড়িতে চাপার সামর্থ ছিল না।
সময় পার করবার জন্য
ভাল স্মার্ট ফোন ছিল না।
এত কিছু না থাকার মাঝে আমার,
শুধু তুমিই একমাত্র ছিলে।
     সত্যি করে বলছি,
     কসম খেয়ে বলছি,
তোমার সাথে পার করা সেই দিন গুলোর মত সুন্দর দিন আমার জিবনে আর আসেনি।
তখন যা যা ছিল না,
এখন সব কিছুই হয়ত আছে।
কিন্তু শুধু তুমি এখন নেই।
কোনো শান্তি যেন স্পর্শ করে না আমায়।

সামর্থ্য ছিল না দামি রেস্তোরায় যাবার,
   যখন তুমি ছিলে, শধু ছিল আমাদের
   মাথার ওপরে বিশাল আকাশ।
   আর সমুখে ছিল, দীর্ঘ ব্রহ্মপূত্র নদী,
   পাশে ছিল কাশ ফুলের বাগান,
যেখানে হাওয়া খেলে যেত সমসময়,
দুলিয়ে যেত আমাদেরও,
      যখন সে নদের পারে বসে থাকতাম,
      গাছের ছায়ায়।

তখন নামের পাশে পদবী ছিল না,
সম্মানীয় ডিগ্রী ছিল না।
তবে তোমার নামের পাশে
আমার নাম টি যেন ছিল সবার মুখে মুখে,
কলেজের সবাই কি করে জানত,
এত ভালবাস তুমি আমায়!
আজ এত বছর পর,
আমার নামটির কিছু মূল্য হয়েছে,
কিছু পদবী ডিগ্রী যোগ হয়েছে তার সাথে।
তবে ভরা হৃদয় শূন্য হয়েছে,
তা হয়ত বোঝে নি কেওই,
যখন আমার নাম টি হারিয়েছে
তোমার নামের পাশ থেকে।

সময়ের ঘড়ি ধরে কেটে গেছে আট টি বছর
যুগ কত বদলে গেছে,
চির চেনা মায়াময় শহর টাও পাল্টেছে।
তবু আজও জলছে হৃদয়ে
সে প্রেমের নিভে যাওয়া আগুন।
না পাবার তীব্র অনুভব।
জিবনে কত কিছু পেয়েও,
না পাওয়ার খাতায় আছো শুধু তুমি।
আমার পুরো পৃথিবী ছিল যাকে ঘিরে
সে প্রিয়তম আজ আমার জিবন থেকে
কত টা দূরে।
আজও তোমার জন্য জমে আছে প্রেম,
জমে আছে কত না বলা অনুভূতি,
ভালবেসেছি কতটা তোমায়, হয়ত বোঝোনি।

        
                                      ২৩ মার্চ, ২০২৩
                                      রাত ১০:২৮ মি.