একটি স্বপ্ন দেখেছিলাম ঘুমের মাঝে,
            তারপরেতেই পরিবর্তন।
তোমাকেই দেখেছিলাম, বড় সুন্দর মনরম;
         সুন্দর তুমি পূর্বেও ছিলে,
     কিন্তু আমার নজরে পরেনি।
আমি ছিলাম অন্ধকারের ভেতর,
      দুঃখের ভেতর, যন্ত্রনার ভেতর,
তাই প্রিয়তম, তোমার রূপ উপলব্ধ করতে পারিনি।

আজ স্বপ্নে তোমার রূপ দেখলাম
        নতুন ভাবে ফিরে পেলাম তোমাকে
        যেমন টি আগে ছিলে।
        মাঝ খানে বেরেছিল দূরত্ব।
আমি ছিলাম হতাশার ভেতর
বিষন্নতা করেছিল আছড়,
দেখে তোমায় স্বপ্নে,
নতুন ভাবে বুঝলাম তোমার গুরূত্ব।

  তোমায় দেখে খুজে পেলাম নিজেকেও
আমার স্বপ্ন, আশা, ভালাবাসা
    সব যে আবার নতুন ভাবে ফিরে পেলাম।
তোমায় ভালবাসব বলে
    পূর্বের সকল হতাশা নিরাশা কাটিয়ে
আবার যেন ফিরে এলাম।

নিজের মন কে দিয়েছি কথা,
তোমায় আর ছারবো না।
যতই পাই ব্যথা, তোমায়দুরে যেতে দিব না
তোমার গায়ের গন্ধ নিতে লেপ্টে আমি থাকবো।

     আমি তোমায় কখনো ভুলে যাই নি
তুমি আমায় চাও কি না ,
এ নিয়ে বেরেছিল সংশয়।
যেভাবে তোমায় পেতাম, সেভাবে তোমায় পাই নি।
তাই বেরে ছিল দুঃখ, জমেছিল অভিমান।

     আজ স্বপ্নে তোমায় দেখলাম।
কত সুন্দর ছিল সেই স্বপ্ন;
যদি সত্যি হয়; তবে সব কিছু হবে পরিবর্তন।
  যদি না হয়; তবে আবার আমি ডুবে যাবো
       আগের মত।  সেই আধারে, সেই বিষন্নতায়।


                                       ৮ সেপ্টেম্বর ২০১৮
                                        সকাল ১১ টা ২০ মি
                                         শ্যাওড়া, ঢাকা