স্বপ্ন দেখছি, আঁকছি হৃদয়ে ভালবাসা
           এ ভালবাসায় মনে
     কত জাগে আলো আশা।
     ভাগ্যের সাথে ধরেছি বাজি
সবই আমি করতে রাজি, করতে স্বপ্ন পূরন
না পারলে হাতাশায় আত্মার হবে যে মরন।

    যানি মনের উর্বশী একদিন জিবনে আসবে
সেদিন রাতে সুখের স্বপ্নে সুমধুর সুরে ভাসবে।
        সে নিয়ে যাবে আমায়
        সেই তারা দের দেশে
আমি ভুলে যাব অতীত, সেথায় এসে।
কতই না গল্প করবো মোরা
      হেসে খেলে কেটে যাবে সময়,
হবে প্রেম, ভালবাসা, গল্প কবিতা
          ঘটবে কত প্রনয়।
দেবো তারে ভালবাসে
           রজনী গন্ধা ফুলের তোড়া।

জিবনে তো আর কিছু চাই নি আমি,
      শুধু স্বপ্ন গুলো সত্যি হয়ে যাক।
কষ্টের অতীত যা আছে
     আনন্দে ধুয়ে মুছে যাক।
সুখের সময় নেমে আসুক; জিবন আবার
       সোনালী বিকেল গুলো ফিরে পাক।
আবার হাসি আনন্দে ভরে উঠুক জিবন
      এ টুকুই আশা শুধু, এ টুকুই স্বপন।

     ভুলে যাবো এ দুনিয়ার ব্যাথা কষ্ট
     চোখে রবে রঙীন স্বপ্ন
     রঙে রঙে রাঙিয়ে দেবে জিবন
           আমার রঙে সেদিন
     আমিও রাঙাবো গোটা ভুবন;
যদি হয় স্বপ্ন গুলো সত্যি পুরন।


                                         ১৪ ফেব্রুয়ারী, ২০১৫
                                         রাত ১০ টা ২৫ মি
                                          ময়মনসিংহ