ঘুম থেকে উঠতেই
দুঃখ গুলো চেপে বসে
যেভাবে চেপে বসে কাক ছাদের রেলিং এ
বাদুরের মত গুম হয়ে যায় সুখ
সূর্য ওঠার আগেই স্বপনের মাঝে।
সুখ শুধু স্বপনে নাচে
বাস্তবে তা ভূত সম কাল্পনিক
সকাল হলেই পালিয়ে যায়।
ঘুম ভেঙেই মাথা ঘোরে,
যেন আরোও ঘুম ছিল বাকি
রাত্রে যে ঘুম নেই
ঘুম কে দিয়েছি ফাকি।
রাতে আর কি ঘুমাবো
রাতেই নিজেকে খুজে পাই।।
২৮ জানুয়ারী ২০২১
বেলা ১১ টা ১৮ মি
ঢাকা