তোমারে দিয়েই সাজিয়েছি প্রিয়
জীবনের আয়জন,
কিভাবে বোঝাবো জীবনে তোমায়
কত খানি প্রয়োজন।
প্রিয় রামধনুর সাত রঙ হয়ে,
দুলছো আমার মোনের আকাশে।
বকুল ফুলের সুবাস হয়ে,
ভাসিছো আমার হৃদয় বাতাসে।
তোমায় ঘিরেই হয়েছে আমার
ভালবাসা প্রসারন,
কিভাবে বোঝাবো,
জিবনে তোমায় কত খানি প্রয়োজন।
আমার দুঃখের প্রদীপ তুমি
আধার ঘরে জলো।
আমার মনের বেদনাতে
তবো আঁখি ছল ছলো।
আমার সুখের কাহিনী ঘিরে,
তুমি থাকো হাসির তীরে,
তোমায় নিয়েই হৃদয়ে এত সুখের আলোরন।
কিভাবে বোঝাবো,
জীবনে তোমায় কত খানি প্রয়োজন।
সেদিনের সেই নিরব বালিকা,
ছিল নিশ্চূপ একা,
আজ সে আমার হয়েছে প্রিয়া
ভেঙেছে স্থবিরতা।
জগৎের থেকে চুরি করে তোমা,
করেছি আমার রানি।
চুমে দিয়ে ঠোঁটে রাঙিয়েছি তার
মলিন বদন খানি।
মনে মনে তারে বানিয়েছি বধু,
রক্ত সিঁদুর রং,
কিভাবে বোঝাবো,
জীবনে তোমায় কত খানি প্রয়োজন।
২১ জুলাই, ২০১৬
বেলা ১১ টা ১৮ মি