ক্ষনকালের পূজারী,
তুমি শেষ পূজার ফুল।
ছিল প্রসাদ তবো শেষ দৃষ্টি,
ঘটলো মনের ভুল।
অতৃপ্ত তৃষ্ণার্ত শেষ বাসনার ছন্দ,
আজো দুলে যায় হিয়ার কোণে।
ধ্বনী তার নিজ হৃদয় ইশ্বর শোনে।
শেষ বারের মত তারে দেয়া হল না,
সেই শেষ পূজার ফুল।
এক সাগর কৌতুহলি বাসনা,
সে মায়াবী চোখে হারিয়ে,
সকল বাধা ছারিয়ে
আকাশের গধূলীর সাথে মিশিয়ে দিতে চেয়ে ছিলাম।
বেজে গেল পূজার ঘন্টা,
ফিরতে হবে দেবীর কাছে।
সিদুঁর উঠে গেল,
সন্নিকটে বিদায় বেলা।
এক সাগর অতৃপ্ত বাসনা
রেখে বিসর্জনে নিজ হাতে,
দিয়ে ছিলেম, শেষ গানের সুর ।
রক্তাক্ত হাতে নিতে অক্ষম,
তাই অতৃপ্ত বাসনা রেখে ভেসে গেল।
আর দেয়া হল না শেষ পূজার ফুল।