পরম সৃ্ষ্টি কর্তার কাছে প্রার্থনা,
রক্ষা পেতে চাই আমি,
রক্ষা পেতে চাই সেই সব
হিংস্র মানুষ গুলো থেকে,
সেই সুন্দর হাসি মাখা মুখ গুলো হতে
যাদের ভেতরে লুকিয়ে আছে পশুত্ব।
সেই সব নিচু ও অসুস্থ রাগি মস্তিস্কের
মানুষ গুলোর হাত থেকে
রক্ষা পেতে চাই।
আমার দু চোখ ফুলের বাগান,
সে বাগানে সব কিছুই সুন্দর,
সেথায় থোকায় থোকায় সাজানো ফুল।
পাশ দিয়ে হেটে গেলে পাওয়া যায়
কোমল প্রেমের ঘ্রান,
আমার আকাশে পাখি উড়ছে শত শত,
তারা সবাই নিরীহ, মাঠে বিচরন করে যাচ্ছে
কোমল নির্বাক প্রানীরা।
আমার এখানে সব কিছু কোমল।
নির্মমতা নিষ্ঠুরতা কঠোরতা
আমার কবিতায় নেই।
তাই আলাদা করে নিতে চাই পৃথিবী
তাদের কাছ থেকে,
যারা হা করে বসে থাকে
নিজের স্বার্থ সিদ্ধির লোভে,
অপরের হৃদয়ে আঘাত হানা যাদের আনন্দ।
আমার জগৎে বুদ্ধিমান চাই,
অতি বুদ্ধির ধার আমি ধারি না।
ফাঁসির দড়ি তৈরী আমার হাতে
অতি চালাকের গলায়
আমি পরাবো অতি আনন্দে।
আমি ভুলে থাকতে চাই সকল কঠোরতা
নিষ্ঠুরতা, ভুলে যেতে চাই সে লোভী
নিষ্ঠুর মানুষদের।
কিন্তু যদি তারা আমায় ভুলতে না দেয়
আমিও স্মরন করিয়ে দেব আমার নীল রক্ত।
যে রক্তের কাছে পরাজিত হবে
তাদের অমানুশের রক্ত।
কিন্তু আমি ক্লান্ত অতিশয়,
ছুচো মেরে হস্ত দুর্গন্ধ-
আমার কাজ নয়।
আমি কবি। আমি এসেছি কলম ধরতে।
জিবন কে সুন্দর কলে তুলতে।
চারিদিকে প্রেম বিলিয়ে
প্রানের মাঝে আদর পৌছে দিতে,
তাই এ দ্বায়িত্ব সৃষ্টি কর্তার হাতে দিলাম।
যদি তুমি থেকে থাক,
তুমিই নেবে এর ভার।
৯ এপ্রিল ২০১৯
রাত ১২.০১ মি