আজ আমি রাত চাই না
আছি ভোরের অপেক্ষায়।
নতুন দিনের অজানা সব
এলোমেলো দিনের প্রতীক্ষায়।
রাতের সাথে আছে দুঃখের অত:প্রত সম্পর্ক।
রাত আসে : দুঃখ আসে
কি সুন্দর এক দাম্পত্য।
রাত আমার দরকার নেই,
এর প্রয়োজন ফুরিয়ে গেছে।
রাতের সেই সুখ গুলো
আজ যেন হারিয়ে গেছে।
সেই আরামের ঘুম গুলো মোর
স্বপন হয়ে উরে গেছে
কাওকে নিয়ে কল্প করা
রূপকথার পাতায় মরে গেছে।
সেদিনো রাত ছিল
আজো রাত আছে।
সেদিন রাতে বৃষ্টি ছিল - আজো আছে,
তবে সেটা অগ্নি বৃষ্টি।
সেই রাতে প্রেম ছিল
এই রাতে যন্ত্রনা, সেই রাতে সুখ ছিল
এই রাতে শান্তনা
সেই রাত, এই রাত।
মেলাতে মেলাতে কাটলো শত রাত।
উত্তর খুঁজতে খুঁজতে আসলো শত প্রভাত।
রাত গুলো এভাবে বৃথাই চলে গেলো
নিত্য রাতে দুঃখের বিলাপ।
তাই রাতের আর প্রয়োজন নেই।
চাই প্রভাত।
রাতে দু:খরা জেগে ওঠে
শক্তিশালী হয়ে আসে স্মৃতি
কারো কারো বালিশ ভিজে ওঠে
মনে দোলে যন্ত্রনার করুন গীতি।
তাই রাত নয় ভাল
কালোর চেয়ো কালো
মলিন যন্ত্রনা দায়ক
অসহনীয় অস্থীর ভীতি।
রাত গুলোই তো সাক্ষি হয়ে আছে,
কিভাবে কারা এসেছিল কাছে
হঠাৎ ক্ষনিকের বারিয়ে মায়া
চলে গেল কত জন জিবনের পাছে
কিভাবে দাগ কেটে দিয়েছে
মনের অজান্তে
কাটতে চায় না রাত
সে বড় বিতৃষ্ণাময় জালা
স্মৃতি রা পরায় একে একে যন্ত্রনার মালা
তাই রাত প্রয়োজন নেই আসুক প্রভাত
কালো কে মুছে আলো কে জানাই সাধুবাদ।
২৩ জুলাই, ২০১৮
রাত ৩ টা ৪৭ মি