আমার আখির জলে লেখা এ গান,
তোমায় হারাবে জানে এ প্রান,
তবু তোমায় খুজে ফিরে,
দগ্ধ হৃদয়, শূন্য প্রাণ
বেদনার হাহাকার,
তাই তো মিছে খুজে করে
দুঃখের সঞ্চার।
মন তো মোছে না অতীত স্মৃতি।
নয়ন ভোলেনা নয়নের রীতি,
ঝরে যায় সে অবিরল।
তুমি দেখিলে না মোর নয়ন পাতে চেয়ে,
আমার ব্যাথার আখি জল।
কত যে চেয়ছি তোমায় ,
আমি জানি, বিধাতা জানে।
আজো মোর মেটেনি স্বাধ।
এত চাওয়ার পাইনি মানে।
আজ বড় ক্লান্ত অতৃপ্ত মনে,
হতাশে পরে রইলাম জীবনের কোনে।
তোমার সাধনায় সবি হারালাম,
সে কথাই মনে জাগে ক্ষনে ক্ষনে।
না পাওয়ার স্বাধ,
চোখ পারে না দিতে অশ্রূর বাঁধ
যেদিন ছিড়িবে,গড়া এ বাঁধন
কত যে চেয়েছি আমি,
আসে না মুখে,
জানে শুধু নয়নে নয়নে।
দগ্ধ বেদনার তপ্ত ঢেউ বুকে।
চোখের তৃষ্ণা মেটে না তোমায় দেখে।
ভীরের মাঝেও অনুভবে একেলা
জীবন হয়েছে আজ বিষের পেয়ালা
কত কান্না চেপে আছি দু চোখের তলে,
আমি জানি, মোন জানে।
কষ্টের দান ফুলে ফুলে দিয়ে গেলাম,
কান্না গুলো কাব্যের চরনে একে দিলাম। আজ স্থবির হয়ে গেছে বাক শক্তি,
শক্তি তে আজ এসেছে কমতি,
তাই বিধির কাছে বিচার রেখে গেলাম।
নির্মল সচ্ছল আজ
তোমার মুখ খানি,
চির বেদনার খরায়
দোলে চোখের পানি।
তোমার অশ্রূপটে
এ বেদনার স্মৃতী গীত রেখে গেলাম,
আখিঁর জলে লেখা গানে।।