সফল হয়ছি, এমন কিছু নয়
দামী উপহার, তাও নয়,
তোমাকে পাবো সে কাল্পনাতেই
দিন গুলো হয়েছিল সুন্দর।
তোমার ইশারাই বাড়িয়ে ছিল আশা।
অনেক আগের থেকেই ছিল ভাল লাগা
শুধু হয়নি যোগাযোগ, পাইনি সারা।
হঠাত যখন মিল পরল একই পথে
আবার যেন জেগে উঠল
আমার মনের সেই সুপ্ত ভালোবাসা।
দু দিন ধরে দেখা পাওয়া
অল্প কথা অনুভূতি তে ভরা।
সেদিন যখন বসলে আমার পাশে
ভার্সিটির ক্যান্টিনে ব্রেক ফাস্ট টেবিলে,
আবারো যেন,আরেক বার
হয়ে ছিলাম মুগ্ধ তোমার রূপেতে।
শুধু সেই কিছু ক্ষন মনে হল যেন
সেরা আমার জিবনে।
পাশ থেকে দেখে ছিলাম মিষ্টি সেই মুখ
দেখেছি যত ততই বুকেতে
আঘাত করেছে সুখ।
এত সুন্দর চোখ কভু দেখেনি আমার বিশ্ব,
সোনার মত আলোকিত গায়ের রঙ
যেন ভোরে আলো ফোটার মোনরম দৃশ্য।
বাকা বাকা ঢেউ ঢেউ সোনালী সেই চুল
আমার মনের ক্যানভাসে যেন তুলির স্পর্শ।
অপরূপা তুমি, প্রজাপতি হয়ে
বসেছো এ মনের মাঝেতে
চাঁদ এসে বসেছে যেন আমার পাশে তে।
তোমায় পেয়ে কাছে আমার,
সুখে ছেয়ে ছিল অন্তর
চরম কষ্টে ভরা পৃথিবী টা আমার
লাগছিল বড় সুন্দর।
বহু দিন পর ফুলেতে যেন
এসেছে নতুন ভ্রমর
এসেছে হঠাত বৃষ্টি, ভিজিয়ে তেপান্তর।
উঠেছে সূর্য নতুন ভাবে,
মেঘের আরাল থেকে
এ আমার নতুন প্রেম, নতুন ভালবাসা
কেরে নিয়েছে ঘুম রাতে, নতুন সে আশা।
নতুন সে প্রেম আমার হয়নি এখনো বলা
সাধ ছিল খুব এক সাথে পথ চলা।
সে কথা বলতে গিয়েও এলো না মুখে
শুধু রয়ে গেল আমার চোখে;
তার চোখে আমি পাই নি সারা
দেখি নি সে চোখে আমার জন্য প্রেম।
প্রেম ছিল না তার ভাষা তে
দেখিনি সে চোখে প্রেমের তারা।
অনিহা দেখেছি তার দু ঠোঁটে
দেখেছি দেহে অবহেলা
বুঝেছি আমি ভুল সমুদ্রে ভাসিয়েছি ভেলা।
ঘুরিয়ে দিলাম কথা করলাম না বোঝার ভান,
না বলে কিছু মনে মনে মেনে নিলাম প্রত্যাখ্যান।
আমার চাওয়া রয়ে গেল অপূর্ন
এত চেয়েও শেষে হৃদয় হল বিচূর্ন।
বহু দিন পর মনে যেগে ছিল যে আশা
হঠাৎ সে আশা চলে গেল নিরাশাতে,
প্রদীপ নিভে গেল দমকা হাওয়াতে
যা ছিল আকাঙ্খা, ধুয়ে মুছু গেল বেদনাতে
সব আশা মিশে গেল ব্যর্থতায়।
শেষ হয়ে গেল বহুপ্রতিক্ষিত প্রেম,
শুরু না হওয়া ঘটনায়।
আমি ফিরে গেলাম আমার ব্যাস্ত জিবনে
বেদনা, বিষাদ, যন্ত্রন ভরা, ক্লান্তি মাখা ভুবনে।
১৮ জুন, ২০২২
সকাল ১০:৩০ মি.
ঢাকা