এ কেমন একা একা,
অচেনা সব, মিথ্যে দেখা।
বিষন্নতার গর্ভে ডুবে
           নিজের দিকে চেয়ে থাকা।
দিন গুলি মোর কালো হয়ে
            নাইবা কাছে আসতো,
            জিবনটা এমন না হলেও পারতো।


একটু হাসি, অনেক কাঁদন
ব্যাথা নিয়ে জিবন যাপন
নিজের সাথে নিজ আলাপন।
          বেঁচে থাকার ইচ্ছে নেই আর-তো,
          জিবন টা এমন না হলেও পারতো

ছিলেম কত হাসি খুশি
পেতাম আমি একটু বেশি
আরেকটু না হয় দিলে আমায়,
কি বা যায় আসতো।
জিবন টা এমন না হলেও পারতো।

চাইনি তো অনেক বেশি
তোমরা না তো, শুধু তুমি।
সেই তুমি টা থাকলে আমার,
আর কাও কে না লাগতো
জিবন টা এমন না হলেও পারতো।

অসাধারন নই তো আমি
             সহজ করে আকাশ দেখি।
সেই আকাশের মত যদি
               জিবন টা মোর ভাসতো
সাধারনের ভিরে থেকে
রামধনুর ঐ সাতটি রঙে
               পাখির গায়ে আবির মেখে
               হয়ত সুখ আসতো।

              বদলে যাওয়ার যুগ এসেছে
              কাছের সবাই হচ্ছে বদল
কাক হয়ে আজ রঙ ধরেছে
কোকিলের বাসা করছে দখল।
              উদ্ভট যারা পেখম মেলে  
              যত পারে করছে নকল।
এই নকলের যুগে আমি,
পারছি না আর সইতে ধকল।

হচ্ছে সবি এলোমেলো
সুখের দিন সব উরে গেলো
ছাই হয়ে আজ রইল পরে
ভাঙা আয়নার কাঁচ তো,
জিবন টা এমন না হলেও পারতো।
    

                              
                                       ১৯ মে ২০১৮
                                       বিকেল ৬ টা ২৩