শেষ দিনে এসে যদি
   মনের কথা থেকে যায় মনে,
তবে হয়ত রয়ে যাবে সে কথা
       না বলা কথা হয়ে, বুকের ভেতরে।
      এ এমনি এক শেষ মুহূর্ত
      যার শেষ ও অজানা আছে সময়ের কাছে।
হয়ত সে ভাবনা গুলো চোখের ভেতর
       শুধু কল্পনা হয়ে রয়ে যাবে।
আর হয়ত একাকী বসে দেখে যেতে হবে    
     স্মৃতির ঘটনা গুলো সারা জিবন ধরে।

সময় এখন এমন রূপে কাছে
মনের কথা গুলো যায়না বলা খুলে
   বাক শক্তি যেন বৃথাই মরে আছে
       পরে আছে অব্যবহৃত হয়ে।
যখনি কিছু বলতে চায় মন,
বাস্তবতার জাল আটকে দেয় মুখ
     মনে করায় হাজারো জটিলতা,
কল্পনাতেই আটকে থাকে সুখ।
   কি করে বোঝাবো -
  সেই অনুভূতি, কোন ভাষাতে
শুধু বলবো একদিন, মন আছে সেই আশা তে
      হয়ত এভাবেই আটকে রবে,
      কথার পাখি চিরকাল মনের খাঁচা তে।

না বলা কথা গুলো, মনে করে জালাতন,
     বিষাদে চঞ্চল মন হয় অকারন,
মনে জমা সে কথা হয়ে যায় পাথর
     সুখের সমুদ্র দূরে চলে গেছে,
      পরে আছে বিস্তর চর।


                                           ১২ জুন, ২০২২
                                           রাত ৩:৪৯ মি.
                                                ঢাকা।