কবিতার খাতায় বাধা
কবি দের জিবন
আবেগে আবেগ মাখা, চরনে চরন
জিবন কে বেধে ফেলেছে কবি
কবিতার খাতায়,
আটকে সে গেছে যেন পাতায় পাতায়।
জিবন সংসার সবই যেন
কবিতার ছন্দে
ভাবনা মিলায় প্রতি রন্ধ্রে রন্ধ্রে।
চায়ের কাপে কাপে
বের হয় চরন
ছন্দে ছন্দে জিবনের উদাহরন।
চুমুকে চুমুকে ভেসে আসে কবিতা
নারীর দেহের গন্ধে গন্ধে
ভেসে আসে কবিতা।
কবি রাও জন্ম দাতা
কেবলই মানব দাতা নন।
কবি রা জন্মায় কবিতা
হে কবি,
তোমাকেই বলছি;
মুক্ত করো মন প্রান,
উদার করে দাও নিজেকে
ভালবাসতে শেখো, প্রেম করতে শেখো
প্রেম করাতে শেখো।
প্রেম'ই কবিতা, কবিতাই প্রেম।
কবিতা খুঁজে বেড়াই বধুর আঁচলে
দেহে, নরম অভিমানে।
কবিতা খুঁজে বেড়াই
পথে ঘাটে লোকালয়ে।
কবিতা খুঁজে বেড়াই
নৃশংস বাজে বখাটে ছেলেদের মাঝে
পঁচা অলিতে গলিতে
কবিতা খুঁজে বেড়াই
নোংরা মেয়ে মানুষদের শরীরের
প্রতি ভাজে ভাজে,
তাদের শরীরের নিখুত যন্ত্রনায়।
কবিতা খুঁজে বেড়াই শিশুদের মাঝে,
তাদের নিষ্পাপ হাসির মাঝে
প্রেমিক প্রেমিকার মাঝে
যখন চেয়ে থাকে যুগল, নয়নে নয়নে।
সকল আবেগ অনুভূতির
শেষ যায়গা কবিতার খাতা।
জগৎ সংসার, সুখ দুঃখ, হাসি কান্না
সব বেঁধে ফেলা হয় কবিতার খাতায়।
কবিতার খাতায় বৃষ্টি ঝরে
ঝরে অঝোর ধারায় চোখের জল।
কবিতার খাতায় ভেঙে পরে
শত নারীর ছল।
কবিতা গুলো কে যদি দেখ গভীর ভাবে
গান হয়ে ভেসে আসবে মনে
এক একটি কবিতা।
যে গান বাজে মস্তিষ্ক জুরে
শরীর ও হৃদয় মন জুড়ে।