জলধারা বৃষ্টির রূপ হয়ে ঝরে
মেঘলা আকাশ হতে মাটির তরে।
মেঘলার দিনে মোর মন
ব্যাকুল হয়ে পরে,
তার সুন্দর দেখে আমি চেয়ে রই
তার পানে, আনন্দে মন ভরে ওঠে।
ওহে বরষা; তুমি আসো না কেন
মোর হৃদয়ে বারে বারে
বৃষ্টিরো শব্দ, মনে আনে ছন্দ,
বেনুর রাগিনী শুনে ফোটে চামেলী।
সুগন্ধ ছড়ায়ে যায়;
তৃপ্তি হীন হৃদয়ে বর্ষার ডাক,
আনে কোমল ভাব।
বিদ্যুৎেরো বিজলী খেলায়
হৃদয় মনের বাতি জালায়,
আনমনা মন থাকে না ঘরে
চায় যেতে চায় সূদর দূরে।
বৃষ্টিতে ভিজে ভিজে
রিমঝিম রিমঝিম তানে তানে
বর্ষার ওই ঝিরি ঝিরি হাওয়া,
মনে করায় শত চাওয়া পাওয়া।
সে প্রেমের লগন,
মনে করায় কথা গুলো, যা ছিল ভুলে যাওয়া।
পাতার ওপর পরে টুপ টাপ
মেঘলা আকাশ করে বিষন্ন,
ঘড়ের ভেতর সবাই চুপ চাপ
ফুল গুলো সব রঙিন হয়ে ফোঁটে
দেখি জলধারা বহিছে উপরে,
তাই মন আজ মনের
বাশি বাজিয়ে ওঠে;
ফুলেরো গন্ধ পাই, মোর মন আর
থাকে না ঘড়ে।
মন হারানো মন হারা এক দিবসে
জলধারা বহিছে ভ্রমরে।
১০ আগস্ট, ২০১১
বিকাল ৫.৫৪ মি
ময়মনসিংহ