জিবন যৌবন হয়ে গেলো শেষ
আজ তুমি এলে কাছে,
আজ আর কি আমার কাছেতে
তোমারে দেবার আছে,
যে ফুল ফুটে ঝরে চলে গেলো,
বাগিচায় ফুটে গন্ধ না বিলালো
সে ফুল কে মাথায় করে
আজ সাজবার কি আছে ,
আমার কাছেতে তোমায় আর
দেবার কি বাকি আছে,
চলে যায় সময়, ক্ষয়ে যায়
নদীর স্রোতের মত বয়ে চলে যায়
জিবন ও তার সাথে ধায়
নাহি চেয়ে রয় কারো পানে,
আমরা তৃষিত চাতক,
বুক বেধে আশা রাখি সময়ের দ্বারে
যতই ফেরায় তত বার
আসি ফিরে ,বারে বারে
তোমারে পাবার আশা
বুকে বেধে বেধে
সময় গেলো চলে, শুধু কেঁদে কেঁদে
চোখের পলক ফেলতে না ফেলতে
জিবন হল শেষ বুঝিনি কোন তফাতে
পরে রইলাম অন্ধ হয়ে আধার জগৎে
সময় চলে গেছে, আজ তুমি এসেছো কাছে
আর কিছুই হবার নয় আমাদের মাঝে,
গোটা জিবনের ইতিহাস বুকে লোয়ে
বাঁচতে হবে ওগো পাষান ভার বয়ে
অতৃপ্ত তৃষ্ণায় জ্বলতে জ্বলতে
এভাবেই মোরা যাব ক্ষয়ে
৩১ অক্টোবর, ২০১৮
রাত ২ টা ১৮ মি
শ্যাওড়া, ঢাকা