আজ কেও এসে বলে না আর,
বন্ধু কেমন আছো,
কেও এসে আর বলেনা বন্ধু
একটু কাছে আসো।
আজ তো কেও এসে
রাখে না কাধে হাত।
ধরে না আচমকা চোখ দুটো চেপে
পিছে থেকে।
আজ বিষন্নতায় এক কোনে দাড়িয়ে রইলেও
কেও বলে না এসে
ব্ন্ধু কি হয়েছে।

কেও পাশে নেই এখন আর আগের মত
বন্ধু গুলো বদলে গেছে ছিল যত
সবাই সবার নিজের মত
সারিয়ে নিচ্ছে আপন ক্ষত।
কেও কারো রাখে না খোঁজ,
ওপরে যতটা প্রেম, ভেতর টা ফাঁপা তত।
মেকি আচরনে সয়লাভ,
জানি না কি দিয়ে মেটাবে এত পাপ।

এমন মুহুর্তে শত্রু হয়ে যায়
সুখের অতীত গুলো,
মেলে ধরে তারা সেই মুহুর্ত গুলো
রংধনুর মত।
সেই খোলা রঙিন অকাশে চেয়ে
চোখ ঝাপসা হয়ে আসে চোখের জলে
বুক টা ভেঙে হয়ে যায় একাকার।
বৃষ্টি নামে চোখ দিয়ে ঝরনা হয়ে
আকাশ চেয়ে চেয়ে দেখে নির্বাক।

সেই সহজ সরল মুখ গুলো ভেসে ওঠে,
মেঘের গোল গোল আবরনে,
যা আজ জটিল থেকে
জটিল তর চেহেরা হয়ছে,
আকাশের পানে তাকালে তাই
চোখ ভিজে ওঠে আবেগে,
বৃষ্টি হচ্ছে, তবে আকাশে নয়, হৃদয়ে;
কান্না যেন আর থামতে চায় না।
বুকে যেন বাসা বেধেছে কান্না।
তারা ক্রমেই করে যাচ্ছে বংশ বিস্তার।
এর আর নেই কোনো অবসান।

সোনালী অতীত যতই এসে দাড়ায়
জিবন হয়ে আসে ততই কঠিন,
সে ব্যাথায় বর্তমানে ঘুরে দারানো
বড়ই জটিল।
ভেঙে যাওয়া মন নিয়ে না কিছু করা যায়,
না গড়া যায়, না নতুন করে শুরু করা যায়।

আজ কেও আর বলে না এসে
তোমায় ভালবাসি,
থাকব মোরা সুখে দুঃখে আজীবন পাশাপাশি।
আজ কেও আর আঙুল ছোয়ায়
মোছায় না চোখের জল,
যেদিকেই তাকাই শুধু দেখি ছল,
আজ তো এখানে সবাই সবার মত।
আকরে নিচ্ছে কারছে নিজ স্বার্থ যত

এত প্রেম এত ভালবাসা ছিল জিবনে
কোথায় হারিয়ে গেল সে দিন গুলো
আর ফিরে আসবে না, হাজার কাঁদলেও
সময় কত নিঠুর হয়, ভাগ্য তা দেখালো।


                                       ১ সেপ্টেম্বর, ২০১৮
                                        সন্ধ্যা ৬ টা ৩৭ মি