এক মেঘলা বিকেলে
আমি বসে আছি একা,
নেই পাশে ওগো তুমি,
আর একা একা কত এ জিবন
কাটাবো যে দিন গুলি!

মধুর স্নিগ্ধ বাতাসে ঘেরা
এ মেঘলা বিকেল; সুন্দর মনরম,.
সবে দলে আছে আমি যে একা ভিষন,
একাই হয়তো রব সারা টা জনম।
হালকা বৃষ্টি ঝরছে সাথে সবুজ হয়েছে প্রকৃতি
মনে করাচ্ছে যত ছিল মোর
ভুলে যাওয়া সব স্মৃতি।

নিয়তি আমারে করিলো একাকী
মিছে এ জিবন আমার,
পাই নি কখনো এক ফোটা সুখ
যানি না অভিশাপ কাহার।
নেই কেও মোর এ জিবনের তরে
শূন্য হৃদয় মোর,
তাই যেন এ সংসারে তে আজ
পাই না মনে জোর।

সবে আছে বসে বন্ধু লয়ে,
কেও বা প্রেমিকা সাথে,
আমি বুকে চেপে এক রাশ দুঃখ
বসে রই একা হতাশে।
চারিদিকে আমি যেখানে তে চাই
যেখানেই আসি, যেখানেতে যাই,
দেখি কত প্রেম, কত আনন্দ,
কত যে সুখের মেলা,
কেন দিবা নিশি হৃদয়ে আমার
চলে বেদনার খেলা।

আজ মোর এ বর্ষন মুখর দিনে
একা থাকার ছিল না কথা
আজ যদি তুমি থাকলে আমার,
এত টা হয়তো হতো না ব্যাথা।
বৃষ্টি পোহাতাম একসাথে বসে,
গাইতাম কত গান, বলতাম প্রেমের কথা।

হতে পারতো আনন্দের সারা টা বিকেল
মনে দিত শান্তির দোলা।
হতে পারতো এ এমন স্মৃতি,.
যা কভু যেতো না ভোলা,
কিন্তু তা হল না।
ভাগ্য কেরে নিল তোমায়
আমায় হতে খুব দূরে
আমার জিবন কাটে তাই আজ
বেদনার সুরে সুরে।
ভাগ্য কেন যে করলো এমন
কিভাবে কাটাবো জিবন,
এমন জিবন চাই না আমার,
তাই প্রার্থনা আজ মরন।

এত হাসি খুশি আনন্দের রং
আমার আকাশে কালো,
আকাশে আসা খুশির মেঘ
আমার লাগে না ভালো।
আমি রই বসে একা।

সবাই আমায় ছেরে চলে গেছে
হাসি আনন্দ হারিয়ে গেছে,
ক্ষয়িতে ক্ষয়িতে আজ শেষ আমি,
সব প্রয়োজন শেষ হয়েছে।
ক্ষনে ক্ষনে আমি নিজেরে হারাই
কান্না চাপিয়ে দুঃখ লুকাই
এ দিন গুলো এমনি ফুরায় নিশ্চুপ নিরালায়।
মন বারে বারে দুঃখের চাঁদর
আদরে গায়ে জরায়।
আজ কেও মোর নেয় না তো খোজ  
নেই মোর কিছু তাই; নেই ডাক খোঁজ
এভাবেই মোর কাটে বেলা রোজ


                                   ২৭ সেপ্টেম্বর, ২০১৮
                                   দুপুর ১২.৪৭ মি
                                   বসুন্ধরা, ঢাকা