দূরত্ব বেরে যায় নি প্রিয়,
নিজেই দিয়েছি বারিয়ে।
     চেয়েছিলেম তব বন্ধন হতে
     নিজেরে নিতে ছারিয়ে।

যানি প্রিয় তোমায় হারাবো একদিন।
এ ভাবনায় জলিতেছি মোনে শত শত দিন।
    অগ্নির সম দহিছে মনে,
    কাঁটার মত বিধছে হৃদয়ে।
হারিয়ে যাবে তুমি, অচেনা পথে,
কোন শহরে অচিন।

যানি প্রিয় যানি
তোমায় হারানোর বেদনা
কত যে কঠিন।
যানি ভুলব না কোনদিন।
চাইনি তুমিও জলো
মোর সম অগ্নিদহে,
জানি এ নিঠুর ব্যাথা
মন নাহি সহে।

বুঝিনি প্রিয়, কবে বাঁধা পরেছি
    তব চির প্রেম বাধনে।
বুঝিনি প্রিয় ,কত জনম পর
   দুটি ফুল মিলিলো কোন কাননে।
রাখিনি খোজ, রাতের আকাশে কবে
   মিল্লো দুটি তারা,
বুঝিনি প্রিয়, তোমায় ভুলিতে পারি না
   কোন কারনে।
এ বিরহ যে সহে না প্রানে।

তাই প্রিয়তম, দূরে গিয়ে তবো কাছে
ফিরি বারে বারে,
তোমার মাঝে খুজে পেয়েছি আপনারে,
যত দূরে যাবো প্রিয়
ততো পরবে মনে।
          যেথা যাই মনে রবে চির ক্ষনে।
           তুমি রবে মোর গানের সুরে সুরে,
মোর কবিতার ছন্দে, যতই রহ দূরে।
বেহালায় বাজবে করুন সুরে,
রঙের তুলিতে ঘুরে ঘুরে

তাই পারিনি আজো দূরুত্ব বারাতে,
জানি পারব না তোমারে হারাতে।
এত ভাবনা ধরে না মাথায়।
         ছেরে দিয়েছি সব ইশ্বর হাতে।
         তিনি করিবেন যাহা, জানি মঙ্গল তাতে।।

                                              ২৭ জুন, ২০১৬
                                              রাত ১২.৩৫মি