কারো জিবন, স্বপ্ন আমার কাছে,
কারো ভালবাসা, আমার অভাব আছে
কারো প্রেম, ছুয়েছে আমার মন
কারো বেদনা আমার ভেতর আছে।
কারো সুখ, আমার জিবনে নেই
তার ব্যাথা শুধু আমার আছে।
কারো বসন্ত আমার শীতের মত,
তার ঝরা ফুল গুলো দুয়ারে পরে আছে।
কারো বৃষ্টিতে ভেজা মুহুর্ত
আমার জুরায় চোখ
ঝরে যাওয়া বৃষ্টির স্বভাব আমার আছে।
কারো নৃত্যের সাক্ষী আমার মন,
তার পরে যাওয়ার ব্যাথা আমার আছে।
কারো হৃদয়ের উষ্ণ ভাল লাগা,
শুধু আমার কল্পনায় সাজে।
কারো ভালবাসার ফুল,
তার কাঁটা আমার আছে
মনে বিধেছে যে কাঁটা
সে কাঁটা নামাবো কোন জল খেয়ে
অন্তরে লেখেছে যে ব্যাথা
তাহা জুরাবো কোন ঔষধ মেখে,
কত প্রজাপতি মনের মাঝে
ডানা ভেঙে পরে আছে
কত খবর এসেছিল, অপ্রকাশিত রয়ে গেছে।
কারো নিদ্রা মৃত্যু আমার কাছে,
কারো বাসর, অতৃপ্তি আমার কাছে।
কারো সুখবর আমার শোনবার আছে,
ঘটে যায় যাহা জিবনের পরে
বিষ্ময়ে মৃত্যু হয় সে কথা ভাবলে,
এমন কি হবার ছিল,
কেনো হতে পারে কারো জিবনে।
২৩ ফেব্রুয়ারী, ২০২২
সন্ধ্যা ৭:৫১ মি.