অনেক কিছুই দিয়েছো খোদা
ধৈর্য শক্তি দাও,
মনের মাঝে যে অনল জ্বলছে
তা নিভিয়ে দাও।
যেভাবে জিবন বেঁচে রয়েছে
মরন তার চেয়ে ভাল,
অনল দহন নিভায়ে হৃদয়ে
শান্তির আলো জ্বালো।
তাহা যদি করিতে না চাও হে খোদা
অনুরোধ রইলো তোমার প্রতি,
নিঠুর এ ধরনী হতে আমায় তুলে নাও।
যে কথা ভুলিতে চাই বারে বারে
সে কথা হৃদয়ে দোলে
যে কথা বলি তে চায় না এ মোন
ঠোঁট তাই তুলে ধরে,
যাহা ভুলিতে চাই নিশি দিন
বুকে তার'ই কলোরব
সেই কলোরব ভুবনে আমার নষ্ট করছে সব।
যাহা দেখিতে চায় না হৃদয়
তাহাই দেখিতে হয়,
যাহা কভু পেতে চায় না হিয়া
তাহাই সহিতে হয়।
কিভাবে সহিবো এ বেদনা?
উত্তর কয়ে দাও; অনুরোধ খোদা,
সবার আগে মোরে ধৈর্য শক্তি দাও।
সমুখে কঠিন সংগ্রাম।
জিবন যুদ্ধ করতে চাই জয়,
আমি একাকী, মোন দুর্বল,
মোনে তাই ভয় হয়।
মনে বড় দুশ্চিন্তা, কিভাবে সইবো সব
যাহা দেখি মোর সবি এলোমেলো
পথ দেখাও মোরে রব।
করুন এ বান্দা হাত পাতিয়াছে খোদা
একবার ফিরে চাও,
অনুরোধ আমার, সব কিছু সহিতে
ধৈর্য শক্তি দাও।
২৫ নভেম্বর ২০১৪
রাত: ৯ টা ৪০ মি
ময়মনসিংহ